দেশনিউজ

রামের বংশধরের দাবি এক মহিলার, দেশজুড়ে চাঞ্চল্য!

Advertisement

লিখিত রামায়ণের গল্প বাস্তব বলে দাবি রাখলেন এক মহিলা। তিনি বলেন যে রামের পুত্র কুশের বংশধর তারা, কিন্তু মহিলা অযোধ্যা রাজ পরিবারের নয়, জয়পুরের রাজ পরিবারের সদস্য তিনি। মহিলা জানান অযোধ্যার রাজ্যের নয় রায়পুরের রাজ পরিবারের সদস্যদের মধ্যে তিনি। যদি আরেক পরিচয় রয়েছে মহিলার ।

অযোধ্যা মামলা এখনো চলছে। আর তাতেই বিচারপতি রঞ্জন গনৈ প্রশ্ন তোলেন যে রাম বংশের কোন সদস্য বেঁচে আছে কিনা। তিনি রাম জন্মভূমিতে প্রশ্ন রাখেন। এর পরিবর্তে আইনজীবী কিছু নির্দিষ্ট স্পষ্ট করতে সক্ষম হয়নি। তবে বিজেপি সাংসদ এর নেতারা পরবর্তীতে ঘোষণা করেন যে তারা রাম পরিবারের বংশধর। তারপর মহিলাটি বলেন রামের বংশধর এবং এখনো পর্যন্ত জীবিত, তিনি আরো বলেন দেশজুড়ে রাম ভক্ত রা এখনো রয়েছেন।

Related Articles

Back to top button