অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত সুপারস্টার প্রভাস। বহু মহিলার স্বপ্নের রাজপুরুষ তিনি। কবে বিয়ে করছেন প্রভাস? তা নিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। উঠে এসেছে একাধিক নায়িকার নাম। একবার গুঞ্জন রটেছিল যে, নায়িকা অনুষ্কা শেট্টিকেই জীবনসঙ্গিনী করতে চলেছেন প্রভাস। এই বিষয়ে প্রভাস বলেন‘ আমি বা অনুষ্কা কেউ একজন বিয়ে করলেই এই জল্পনার সমাপ্তি হবে, আমরা দুজন খুব ভালো বন্ধু এইটুকুই, ইতালিতে আমরা একবার বেড়াতে গিয়েছিলাম তবে থেকেই এই জল্পনা শুরু হয়েছে, আমার মনে হয়না এই জল্পনা বন্ধ হবে’। জানা গিয়েছে, প্রভাসের আগামী ছবি ‘সাহো’-র মুক্তির পর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। গতবছর প্রভাস এর কাকা বলেছিলেন, এবছরই বিয়ে করতে চলেছে প্রভাস। কিন্তু সববারই সব প্রশ্ন উড়িয়ে দেন প্রভাস। সূত্রের খবর, আমেরিকার এক ব্যবসায়ীর মেয়ের সাথে বিবাহ করতে চলেছেন প্রভাস। তার পরিবারের নাকি এমনটাই বাসনা। কিন্তু এব্যাপারে প্রভাস ও তার পরিবারের কেউ মুখ খোলেনি।
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন বাহুবলী খ্যাত সুপারস্টার ’প্রভাস’! কি বললেন তিনি
অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী' খ্যাত সুপারস্টার প্রভাস। বহু মহিলার স্বপ্নের রাজপুরুষ তিনি। কবে বিয়ে করছেন প্রভাস? তা নিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। উঠে এসেছে একাধিক নায়িকার নাম।…

আরও পড়ুন