আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান, এখন কি হবে পাকিস্তানের?

রাষ্ট্রপুঞ্জেও কোণঠাসা পাকিস্তান। বেঞ্জিং গিয়ে কাশ্মীর বিষয়ে দরবার করেও অবশেষে কোনো লাভ হলো না পাকিস্তানের। সিমলা চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, ‘কাশ্মীর দ্বিপক্ষীয় বিষয় তাই কোনও…

Avatar

রাষ্ট্রপুঞ্জেও কোণঠাসা পাকিস্তান। বেঞ্জিং গিয়ে কাশ্মীর বিষয়ে দরবার করেও অবশেষে কোনো লাভ হলো না পাকিস্তানের। সিমলা চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, ‘কাশ্মীর দ্বিপক্ষীয় বিষয় তাই কোনও ধরণের হস্তক্ষেপ করা যাবে না।’ এমন সময় চিনকেও পাশে পাইনি পাকিস্তান। এমনটা ঘটে যাওয়ার কোনো রকম আশঙ্কা করতে পারেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান।