স্বাধীনতা দিবস! একটা দেশের সবচেয়ে বড় উৎযাপনের মধ্যে একটি। আর সেটা যদি ভারতের মতো বৃহত্তম গনতান্ত্রিক দেশ হয় তাহলে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। স্বাধীনতা দিবস গোটা ভারতে কমবেশি সকল জায়গায় খুব বড়ো ভাবেই উৎযাপন করা হয়। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। কিন্তু অনেকেই জানেনা ১৯৪৭ সালের ১৫ ই আগস্টের আগেও আমাদের দেশে স্বাধীনতা দিবস পালন করা হতো।
১৯২৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথমবার “ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র” গৃহীত হয়। এবং ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। এই স্বাধীনতার দিবসের মূল উদ্দেশ্য ছিলো ভারতীয় নাগরিকদের মধ্যে একটি জাতীয়তাবাদী অনুভূতি জাগরিত করে তোলা এবং এর সঙ্গে ব্রিটিশ সরকারকে স্বাধীনতা অনুমোদনে বাধ্য করা। সেই সময় কংগ্ৰেসের বৈঠকের মধ্যে স্বাধীনতা দিবসের স্থায়িত্ব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না ব্রিটিশরা ভারতকে সম্পূর্নভাবে স্বাধীন দেশ ঘোষনা করে, ঠিক ততদিন পর্যন্ত ২৬ শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে।