আপেক্ষার অবসান, বিয়ে করতে চলেছেন সালমান খান!

সালমান খান! কোটি কোটি ভক্তদের মন জয় একজন সুপারস্টার। কিন্তু তাঁর বিয়ে নিয়ে, সবচেয়ে বেশি চিন্তিত তার ভক্তরা। কবে তাদের পছন্দের নায়কের বিয়ে হবে। কিন্তু বলিউডে বহুদিন ধরেই কান পাতলে…

Avatar

সালমান খান! কোটি কোটি ভক্তদের মন জয় একজন সুপারস্টার। কিন্তু তাঁর বিয়ে নিয়ে, সবচেয়ে বেশি চিন্তিত তার ভক্তরা। কবে তাদের পছন্দের নায়কের বিয়ে হবে। কিন্তু বলিউডে বহুদিন ধরেই কান পাতলে শোনা যায়, সালমান খান নাকি বিয়ে করছেন। কিন্তু কাকে? খবর রটে যায়, সালমান বিয়ে করছেন জারিন খানকে।

কিন্তু এদিকে জারিন খানকে এবিষয়ে প্রশ্ন করা হলে, ব্যাপারটিকে আরো মজাদার করতে তিনি বলেন, হ্যাঁ সালমান আমাকে বিয়ে করছেন। কিন্তু এই কথাটি তিনি মজার জন্য বলেন। আর এদিকে বিয়ে নিয়ে সালমান খানের কোনো চিন্তা নেই। তিনি তার ব্লকবাস্টার সিনেমা ‘দাবাং’ এর সিক্যুয়েল করছে। যেটি দাবাং ৩ নামে মুক্তি পাবে।