Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবার বাড়ল বেতন!

পার্টটাইম অধ্যাপকদের ৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়ী এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মমতা বলেন, এখন থেকে পার্টটাইম, হোলটাইম, কনট্রাকচুয়াল, গেস্ট লেকচারারদের সবাইকে ‘স্টেট এডেড কলেজ টিচার' করা…

Avatar

পার্টটাইম অধ্যাপকদের ৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়ী এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মমতা বলেন, এখন থেকে পার্টটাইম, হোলটাইম, কনট্রাকচুয়াল, গেস্ট লেকচারারদের সবাইকে ‘স্টেট এডেড কলেজ টিচার’ করা হবে। মমতার এই সিদ্ধান্তে পার্টটাইম অধ্যাপকদের মনে এখন বইছে খুশির জোয়ার। শুধু চাকরি স্থায়ী তা নয় ইউজিসির নিয়মমাফিক যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে জানালেন প্রতি বছর নিয়মমতো ইনক্রিমেন্টও পাবেন আংশিক সময়ের অধ্যাপকরা৷ UGC নিয়ম অনুযায়ী যাদের যোগ্যতা রয়েছে তারা ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন পাবেন ৷ এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন,‘ এই পদক্ষেপের পর পার্টটাইম অধ্যাপকদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।

About Author