Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমি চলে গেলেও দলের কোন ক্ষতি হবে না’ – এ কথা বলে কি দল ছাড়ার ইঙ্গিত দিলেন পার্থ?

অরূপ মাহাত: সদ্য দল ছেড়ে বিজেপিতে গেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একদা তাঁর দলের…

Avatar

অরূপ মাহাত: সদ্য দল ছেড়ে বিজেপিতে গেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একদা তাঁর দলের সদস্য সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে বলেন, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে দিলেও দলের কোন ক্ষতি হবে না। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, এমনকি আমি চলে গেলেও দলের কোন ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন লতাপাতা তাঁকে ঘিরে থাকবে, ছেড়ে চলে গিয়ে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরসঙ্গে তিনি যোগ করেন, অন্য বিধায়কদের ক্ষেত্রে যে নিয়ম, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে দলত্যাগের ইঙ্গিত বলেই মনে করছে অভিজ্ঞমহল।

প্রসঙ্গত, কয়েকদিন আগে সারদা মামলায় জেরার মুখোমুখি হতে হয়েছিল শিক্ষামন্ত্রীকে। সিবিআইয়ের জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে ফিরে এসে তিনি জানান, তদন্তে সব রকমের সাহায্য করবেন। এর পর থেকেই জল্পনা বাড়তে থাকে। তবে কি এবার মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত পার্থ চট্টোপাধ্যায়ও পা বাড়ালেন গেরুয়া শিবিরে। খোলাখুলি এ বিষয়ে কারো কোন মন্তব্য না পাওয়া গেলেও, ভবিষ্যতেই এর উত্তর মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author