Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঈদের দিনে কী কুরবানি দিতে বললেন ইনি, দেখুন!

রাজীব ঘোষ : সোমবার মুসলিমদের পবিত্র উৎসব বকরি ঈদ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে।বিশ্বের অন‍্যান‍্য দেশের সঙ্গে ভারতেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের এই ঈদ উৎসব পালন করছেন।এই উৎসবে বহু মানুষ…

Avatar

রাজীব ঘোষ : সোমবার মুসলিমদের পবিত্র উৎসব বকরি ঈদ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে।বিশ্বের অন‍্যান‍্য দেশের সঙ্গে ভারতেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের এই ঈদ উৎসব পালন করছেন।এই উৎসবে বহু মানুষ হজে গিয়েছেন।মুসলিম সম্প্রদায়ের এই ঈদে কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে।মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গরু, ছাগল এদিন কুরবানি দিয়ে থাকেন।দেশের সঙ্গে রাজ‍্যেও এই উৎসব পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।তবে এদিন এই ঈদ উৎসবে জনপ্রিয় রেডিও জকি এবং সঞ্চালক মীর এক অন্য বার্তা দিয়েছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, কুরবানি পবিত্র দিন।গরু, ছাগল তো কুরবানি দেবো।প্রত‍্যেক বারের মতন।ত‍্যাগের উৎসব বলে কথা।তারপর বার্তায় তিনি লিখেছেন, গরু, ছাগল নয়, আসলে মন খারাপের উদ্দেশ্যগুলো কুরবানি দেওয়া বা ত‍্যাগ করাই লক্ষ্য হওয়া উচিত এই পবিত্র উৎসবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেডিও জকি ও সঞ্চালক মীর ধর্ম কোন কুরবানির কথা বলে, সেই ব‍্যাখ‍্যা দিয়ে লিখেছেন, ইগো ত‍্যাগ করবো কবে?সাম্প্রদায়িক মানসিকতা ত‍্যাগ করবো কবে?কবে ত‍্যাগ করবো মিথ্যে অহংকার, মেকী সভ‍্যতার ছায়া?কবে বাদ দেবো পুত্র ও কন‍্যা সন্তানের মধ্যে ফারাক করা? কবে ত‍্যাগ করবো ধর্মের নামে মানুষ মারার নেশা? কবে ত‍্যাগ করবো অন‍্যের বিশ্বাসে আঘাত করার বদ অভ‍্যাস? কবে দেবো এই সমস্ত কিছুর কুরবানি?ঈদ উৎসবের দিনে মীরের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।সারা দেশে যখন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের খবর আসে, তখন মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবে এই ধরনের বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

About Author