এই মুহূর্তে অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স-এ চিকিৎসাধীন প্রাক্তন ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। গত ৯ অগাস্ট তিনি অসুস্থতা অনুভব করায় দিল্লির এইমস-এ ভর্তি করা হয় তাঁকে। সেই সময় থেকেই শারীরিক অবস্থার ক্রমস অবনতি ঘটতে থাকে ৬৬ বছর বয়সী অরুণ জেটলির। তখন থেকেই আইসিইউ বিভাগে তিনি চিকিৎসারত রয়েছেন। বেশ কয়েকদিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই বিজেপি নেতাকে। শুক্রবার সকাল এগারোটা নাগাদ দিল্লির এইমস থেকে জানানো হয়েছে যে আগের থেকে অরুণ জেটলির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এদিন অরুণ জেটলিকে দেখতে এইমস-এ পৌঁছন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দীর্ঘ সময় ধরেই কিডনির সমস্যায় ভুগছেন অরুণ জেটলি। শারীরিক অবস্থার অবনতির কারণে ২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রিত্ব থেকেও সরে আসেন অরুণ জেটলি।