Categories: নিউজ

এই সুযোগ, দারুন অফার আনলো SBI, তাড়াতাড়ি জানুন!

Advertisement

Advertisement

ছোটদের অর্থাৎ ১৮ বছরের কমবয়সীদের ব্যাংক পরিষেবার দিতে ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট খোলার প্রকল্প ‘পেহলি উড়ান ’ এবং ‘পেহলি কদম ’ চালু করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই প্রকল্পের মাধ্যমে ১০ বছরের বেশি বয়সি ছেলেমেয়েরা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলে এটিএম ও চেক বই ব্যবহারের সুযোগ পাবে।এই প্রকল্পের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিশেষ ডিজাইনের পাসবই ও চেকবই তৈরি করেছে। এই অ্যাকাউন্টে দৈনিক ৫ ,০০০ টাকা লেনদেনের সুবিধা দেওয়া হবে গ্রাহককে৷ এই প্রকল্পে অ্যাকাউন্ট খুললে গ্রাহককে বিশেষভাবে তৈরি ফোটো কাম ডেবিট কার্ড দেওয়া হবে৷ এছাড়া, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাও ব্যবহার করতে পারবে অ্যাকাউন্ট হোল্ডাররা। ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে বিল পেমেন্ট, মেয়াদি আমানত খোলা, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা এবং দৈনিক ৫,০০০ টাকা লেনদেনের সুবিধা পাবে সংশ্লিষ্ট গ্রাহক৷

Advertisement

Recent Posts