এগিয়ে আসছে নিম্নচাপ, কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর!

Advertisement

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শুক্রবার পর্যন্ত কলকাতাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু রাজ্যেও। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকালেই কলকাতার বেশ কিছু জায়গায় দেখা গেছে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি দেখবে রাজধানী, আইএমডি সূত্রে খবর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কোঙ্কণ ও গোয়া, গুজরাত, তামিলনাড়ু, পূর্ব মধ্যপ্রদেশ, ভিদারভা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরল এবং মাহের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Recent Posts