প্রধানমন্ত্রী মোদী আগের বছরেই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রারম্ভ করে দিয়েছিলেন। আমাদের রাজ্যও এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত নেই। বাংলায় প্রথম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত মানুষ এই সুবিধা পাচ্ছে। সেখানে ইন্ডিয়ান অয়েল- আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দিচ্ছে। Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB) এই পরিষেবার দায়িত্ব দিয়েছে ইন্ডিয়ান অয়েল- আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড- এই প্রাইভেট সংস্থাকে।
এই গ্যাস সাধারণ গ্যাসের সিলিন্ডার থেকেও সস্তা এবং নিরাপদ। বর্ধমানে মোট ২ লক্ষ ৪৭ হাজার ৯০০ এল পি জি গ্রাহক আছে। এই প্রকল্পের জন্যে তাদেরকেই লক্ষ্য করা হয়েছে। জানা গিয়েছে সাধারণ মানুষ এই পরিষেবার দ্বারা উপকৃত হচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনিও কি এই পরিষেবার লাভ নিতে চান? কি করবেন?
পাইপে গ্যাসের পরিষেবা পাওয়ার জন্যে বহু গ্রাহক আগ্রহী। এই পরিষেবা চালু করতে গ্রাহককে দিতে হবে ৫০০০ টাকা। তবে এই টাকা ফেরত যোগ্য। গ্রাহক মাসে যত পরিমাণ গ্যাস খরচ করবে, তাকে তত টাকা দিতে হবে। বলা যেতে পারে মোবাইলের পোস্টপেইড সিস্টেমের মতো এই গ্যাসও পোস্টপেইড সিস্টেমে দেওয়া হবে।