Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কমোডে বসতেই কামড়ে ধরল গোপনাঙ্গ!

বাথরুমের কমোডের মধ্যে ঘাপটি মেরে ছিল ভয়ঙ্কর জীব। কিন্তু টের পাননি ২৪ বছরের যুবক। শৌচাগারের কমোডে বসতেই মারাত্মক কাণ্ড ঘটে যায়। জানা গেছে, কমোডে বসতেই একটি পাইথন আচমকা কামড়ে ধরে…

Avatar

বাথরুমের কমোডের মধ্যে ঘাপটি মেরে ছিল ভয়ঙ্কর জীব। কিন্তু টের পাননি ২৪ বছরের যুবক। শৌচাগারের কমোডে বসতেই মারাত্মক কাণ্ড ঘটে যায়। জানা গেছে, কমোডে বসতেই একটি পাইথন আচমকা কামড়ে ধরে টারসাকের যৌনাঙ্গে। ব্যথার জেরে আর্তনাদ শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

এদিকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় টারসাককে। তার যৌনাঙ্গে ১৫টি সেলাই পড়েছে। পরে প্রশিক্ষিত সাপুড়েরা এসে কমোড থেকে পাইথনটিকে উদ্ধার করে। জানা গেছে, পাইথনটি লম্বায় প্রায় ১০ ফুট। পাইথনটির শারীরিক পরীক্ষা শেষে তাকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। তবে কী করে পাইথনটি ওই কমোডের মধ্যে ঢুকল, জানা যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author