অরূপ মাহাত: পাকিস্তান থেকে ভারতে এসে এদেশের নাগরিকত্ব নেওয়ার পর থেকে বহুবার স্যোশাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন তিনি। বিশেষ করে আচার-ব্যবহার ও পোশাক-আশাক নিয়ে বারবার আক্রমণ করা হয়েছে আদনান সামিকে। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব নেওয়ার পর বিভিন্ন হুমকিও দেওয়া হয় তাঁকে। সেই ধারা এখনও অব্যাহত। সম্প্রতি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের এক ব্যক্তি আদনানকে লক্ষ্য করে লেখেন, ‘কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুলুন।’ শুধু তাই নয়, এর সাথে আরও যোগ করেন, ‘দম থাকলে কাশ্মীর সমস্যা নিয়ে ট্যুইটারে একবার মুখ খুলুন।
তারপর দেখুন ভারত আপনার কী হাল করে।’২০১৬ সালে ভারতের বিদেশ মন্ত্রকের সহায়তায় নাগরিকত্ব নিয়ে এদেশে বাস করা আদনান এর উত্তর দেন নিজের ভঙ্গিতেই। ট্যুইটেই এর উত্তর দেন তিনি। শুধু তাই নয়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য কেন্দ্রের প্রশংসা করেন তিনি। গতকাল নিজের জন্মদিন উপলক্ষ্যে ট্যুইটারে ভক্তদের সাথে কথা বলতে গিয়ে পাকিস্তানের নেটিজেনদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে আপনাদের নাক গলানোর প্রয়োজন নেই।’ সামির ট্যুইটের পর ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়।