Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জম্মু-কাশ্মীরের পরিবেশ এখন উত্তপ্ত, কি হতে পারে কাশ্মীর? দেখুন একনজরে!

কেন্দ্রে হবে নাকি আবার আতঙ্ক হামলা অভিযোগ কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের। সেই সঙ্গে 35A ধারা 370 ধারা অপসৃত করার জন্য রটিত মিথ্যা কল্পনা। যদিও এই কথা সত্য নয় জানিয়েছেন রাজ্যপাল…

Avatar

কেন্দ্রে হবে নাকি আবার আতঙ্ক হামলা অভিযোগ কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের। সেই সঙ্গে 35A ধারা 370 ধারা অপসৃত করার জন্য রটিত মিথ্যা কল্পনা। যদিও এই কথা সত্য নয় জানিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক। সন্ত্রাসীদের হামলার আশঙ্কা অমরনাথ হওয়ায় তীর্থ যাত্রীদের ফেরত পাঠাতে হয়। স্বাভাবিকভাবেই জম্মু-কাশ্মীরের পরিবেশ এখন উত্তপ্ত।

শ্রীনগরে সেনা পাঠিয়েছে কেন্দ্র। গত সপ্তাহ ১০০ আধা সেনা গার্ডের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যটক নিরুপায় হওয়ায়় কাশ্মীর ছাড়তে বাধ্য। শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ৬১২৬ টি পর্যটককে শুধুমাত্র আজকেই। রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন রাজ্যপাল এবং বলেছেন তাদের নিরাপত্তার সর্বপ্রথম। জম্মু-কাশ্মীরের জাতীয় কনফারেন্স মন্ত্রী আবদুল্লাহ কে জানিয়েছেন, সংবিধানের ধারা প্রত্যাহার করা হবে না কিন্তু এখন কাশ্মীর অবস্থা খুবই গুরুতর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author