Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাতীয় পতাকা উত্তলনের সময় তৃণমূল নেতা জা করলেন, লজ্জা হবে আপনার!

যে কোনো দেশের জাতীয় পতাকা তাদের গর্বের বিষয়, সম্মানের বিষয়। আর সেই দেশ যদি ভারত হয়, তাহলে সম্মানটা কয়েকগুন বেড়ে যায়। কিন্তু ভারতীয় হয়েও ভারতের জাতীয় পতাকাকে পায়ে পিষলেন তৃনমূলের…

Avatar

যে কোনো দেশের জাতীয় পতাকা তাদের গর্বের বিষয়, সম্মানের বিষয়। আর সেই দেশ যদি ভারত হয়, তাহলে সম্মানটা কয়েকগুন বেড়ে যায়। কিন্তু ভারতীয় হয়েও ভারতের জাতীয় পতাকাকে পায়ে পিষলেন তৃনমূলের জনপ্রিয় নেতা আরাবুল ইসলাম। সেইসঙ্গে ভারত দেশকে করলেন চরম অসম্মান। স্বাধীনতা দিবসের দিনেই এমন কাজ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সেই ছবি। এটা দেখার পরেই সমালোচনার ঝড় বয়ে ওঠে গোটাদেশ জুড়ে। ভারতের সংবিধানে আছে যদি কেউ ভারতীয় পতাকাকে অসম্মান করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। দেখা যাক এবিষয়ে সরকার কি পদক্ষেপ নেয়।

About Author