Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুর্নীতির অভিযোগ কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে! জেনে নিন কি এমন কাজ করেছে?

Updated :  Monday, August 19, 2019 11:34 AM

রাজীব ঘোষ: কলকাতার সরকারি হাসপাতালে বিভিন্ন সময় চিকিৎসা পরিষেবা নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে।সঠিক সময়ে রাজ‍্যের বিভিন্ন জায়গা থেকে আসা অসুস্থ মানুষেরা কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ একাধিক বার শোনা গিয়েছে।এবার এস এস কে এম হাসপাতালে মানুষের জন্য পরিশ্রুত জল পরিষেবায় দুর্নীতির অভিযোগ উঠেছে।রোগীর আত্মীয় স্বজনদের জন্য কলকাতার এই সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়াটার এটিএমের ব‍্যবস্হা করা হয়েছে।সেখানে তারা এক লিটার জল পেতে গেলে দুই টাকা খরচ করতে হবে।

নিয়মানুযায়ী এই ওয়াটার এটিএম প্রতিদিন দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে।বাকি ২৩ ঘন্টা এই ওয়াটার এটিএম থেকে সমস্ত মানুষ পরিশ্রুত জল নিতে পারবেন।কিন্তু দেখা যাচ্ছে কখনও ১৫ মিনিট, কখনও ৩০ মিনিট এই ওয়াটার এটিএম ঠিক থাকছে।বাকি সময় বন্ধ হয়ে যাচ্ছে।ফলে রোগীর পরিবারের মানুষেরা বাধ্য হয়ে হাসপাতালের পাশের দোকান, কিয়স্ক থেকে বেশি দাম দিয়ে জল কিনছেন।অভিযোগ, ওয়াটার এটিএমের দায়িত্বে থাকা কর্মীরা বাইরের দোকানগুলোর সঙ্গে যোগসাজশে প্রায় সময় বন্ধ করে দিচ্ছেন।

যাতে মানুষ বাধ‍্য হয়ে বাইরের দোকান, কিয়স্ক থেকে জল কেনেন।অন‍্যায় ভাবে এই কাজ করছেন ওয়াটার এটিএমের কর্মীরা।এই ব‍্যাপারে এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো ব‍্যবস্হা গ্রহণ করা হয় নি।ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষেরা অনেক বেশি দাম দিয়ে পরিশ্রুত জল কিনতে বাধ্য হচ্ছেন।