দেবশ্রী বিজেপিতে যোগ করা নিয়ে শোভন চট্টোপাধ্যায় যা বললেন, জল্পনা তুঙ্গে!

অরূপ মাহাত: দল বদলের বাজারে একের পর এক চমক সামনে আসছে। লোকসভা ভোটে রাজ্য জুড়ে বিজেপির সাফল্যের পর যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে রাজ্য দফতরে। শাসক দলের একের পর…

Avatar

অরূপ মাহাত: দল বদলের বাজারে একের পর এক চমক সামনে আসছে। লোকসভা ভোটে রাজ্য জুড়ে বিজেপির সাফল্যের পর যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে রাজ্য দফতরে। শাসক দলের একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য পা বাড়িয়ে রয়েছে। দিন কয়েক আগে প্রাক্তন মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় সবান্ধবী যোগ দিলেন বিজেপিতে। তাদের যোগদান পর্ব অন্য মাত্রা পেয়েছিল সেখানে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের উপস্থিতিতে। সবাইকে অবাক করে সেদিন দেবশ্রী সটান গিয়ে হাজির হন বিজেপির সদর দফতরে। যদিও সে যাত্রায় শোভন ও বৈশাখীর প্রবল আপত্তিতে দেবশ্রীর বিজেপিতে যোগদান আটকে যায়।

তবে এবার আর কোন অসুবিধা নেই। খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন রায়দিঘীর তৃণমূল বিধায়ক। এ বিষয়ে শোভনের আর কোন ধরনের আপত্তি কাজ করবে না বলে সূত্রের খবর। বিজেপি শীর্ষ নেতৃত্ব শোভনদের জানিয়ে দিয়েছে, দেবশ্রীকে বিজেপিতে নিলে কোন রূপ আপত্তি করা চলবে না। অবস্থা বুঝে শোভনও আর কোন বিরোধিতা করেনি বলেই খবর।