দেশে ধামাল মাচাতে আসছে রিলায়েন্স জিও!

দেশের বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম মুকেশ আম্বানির রিলায়েন্স। আগামী ৫ সেপ্টেম্বর গোটা দেশে ধামাল মাচাতে চলেছে রিলায়েন্স জিও। এইদিন দেশের বাজারে চালু করা হবে Jio GigaFibre। এটি একটি হাইস্পিড…

Avatar

দেশের বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম মুকেশ আম্বানির রিলায়েন্স। আগামী ৫ সেপ্টেম্বর গোটা দেশে ধামাল মাচাতে চলেছে রিলায়েন্স জিও। এইদিন দেশের বাজারে চালু করা হবে Jio GigaFibre। এটি একটি হাইস্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা৷ এখানে পাওয়া যাবে এক গিগা ফাইবার সেট টপ বক্স, সঙ্গে ডাউনলোড স্পিড পাওয়া যাবে 1 Gbps ও আপলোড স্পিড পাওয়া যাবে 100 Mbps। এই প্রযুক্তি ব্যবহারকারীরা পাবেন, আল্ট্রা HD এন্টারটেনমেন্ট, মাল্টি পার্টি ভিডিও কনফারেন্সিং ভার্চুয়াল রিয়ালটি গেমিং, ডিজিটাল শপিংয়ের মত অত্যাধুনিক পরিষেবা। সুত্রের খবর, JiO GigaFiber দিয়ে দেশের মোট ১১০০ শহরে কানেক্টিভিটি শুরু করা হবে৷ যার ফলে উপকৃত হবেন কোটি কোটি দেশবাসী।