মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারে আসার পর থেকেই একের পর বড় সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে পাশ করেছেন অনেক জটিলতম বিতর্কিত বিল। সকলেরই জানা, কিছুদিন আগেই পাশ হয়েছে তিন তালাক বিল। যার প্রধান কারিগর মোদী সরকার। ফের একবার ঐতিহাসিক ও বিতর্কিত বিল আনতে চলেছে বিজেপি সরকার। জানা গিয়েছে, এই বিল আনা হচ্ছে ধর্ম পরিবর্তন রুখতে। সূত্রের খবর, সম্ভবত এই বিল আনা হতে পারে সংসদের পরবর্তী অধিবেশনেই। কোনো সম্প্রদায় বা গোষ্ঠী চাইলেই কারও ধর্ম পরিবর্তন করতে পারবে না, এই বিলে সেরকমই প্রস্তাবনা থাকবে। এই বিলটি নিয়ে বিশেষ কিছু বলতে চাইছে না সরকার। তবে এই বিলের জন্য বেশকিছু নিয়ম ও আইনি বাধা থাকবে।
ধর্ম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার!
মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারে আসার পর থেকেই একের পর বড় সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে পাশ করেছেন অনেক জটিলতম বিতর্কিত বিল। সকলেরই জানা, কিছুদিন আগেই পাশ হয়েছে তিন তালাক বিল। যার…
