Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু, কাশ্মীর ও লাদাখ!

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর নিয়ে যে বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার তার পূর্বাভাস ছিলই। কয়েকদিন ধরে ভূ-স্বর্গে অতিরিক্ত সেনা মোতায়েন সেই ধারনাকে আরও মজবুত করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

Avatar

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর নিয়ে যে বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার তার পূর্বাভাস ছিলই। কয়েকদিন ধরে ভূ-স্বর্গে অতিরিক্ত সেনা মোতায়েন সেই ধারনাকে আরও মজবুত করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সেনা কর্তা, র আধিকারিক ও নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের পর একপ্রকার ঠিক হয়েই গিয়েছিল কাশ্মীরের ভাগ্য। বড় ধরনের অশান্তি আটকাতে প্রস্তুতির কোন খামতি রাখেনি কেন্দ্র সরকার।

সবদিক থেকে আঁটঘাঁট বেঁধেই আজ, সোমবার রাজ্যসভায় সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাতেই প্রস্তাব দেওয়া হল জম্মু ও কাশ্মীরকে ভেঙে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের। জম্মু ও কাশ্মীর পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে। এছাড়া লাদাখও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে। সূত্রের খবর, আজই কাশ্মীর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে সরকারের এই পদক্ষেপে তীব্র চাপান-উতোর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দলগুলি একে বিজেপির স্বৈরাচারী মনোভাবের প্রকাশ বলে উল্লেখ করেছে। বিজেপির প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস সাংসদ, বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ বলেন, বিজেপি সংবিধানকে হত্যা করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author