নবান্নর নির্দেশেই শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, আন্দোলনের হুমকি বিজেপি সাংসদের!

রাজীব ঘোষ: পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছেন।কলকাতায় তারা এই আন্দোলন সংগঠিত করতে না পেরে নদীয়ার কল‍্যানীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেছিলেন।শনিবার বিকেলে কল‍্যানী থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের…

Avatar

রাজীব ঘোষ: পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছেন।কলকাতায় তারা এই আন্দোলন সংগঠিত করতে না পেরে নদীয়ার কল‍্যানীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেছিলেন।শনিবার বিকেলে কল‍্যানী থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের ধর্না বিক্ষোভ তুলে নিতে বলা হয়।কিন্তু শিক্ষকদের তরফে সেই ধর্না তুলতে অস্বীকার করা হয়।তার কিছুক্ষণ পরেই পুলিশ ওই আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে।শিক্ষকরা প্রথমে কল‍্যানী স্টেশনে ধর্নায় বসলে পুলিশ সেখান থেকে তাদের তুলে দেয়।তারপর আন্দোলনকারী শিক্ষকরা কল‍্যানী বাস টার্মিনালে গিয়ে অনশন ধর্নায় বসেন।এদিন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কল‍্যানী থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছেন।

ইতিমধ্যে ব‍্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং রাজ‍্যের পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে কল‍্যানী থানা ঘেরাও করেন।অর্জুন সিং বলেন, আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে এই ডেপুটেশনের ব‍্যাপারে পুলিশের কিছু করার নেই।যা করার নবান্ন করবে।পার্শ্বশিক্ষকদের ওপর নবান্নের নির্দেশেই পুলিশ লাঠিচার্জ করেছে।ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আরও বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশ শুধু লাঠিচার্জ করে নি।মহিলা পার্শ্বশিক্ষকদের শ্লীলতাহানি করেছে।এএসপি নিজে দাঁড়িয়ে থেকে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করিয়েছেন।মহিলাদের অপমান করিয়েছেন।রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংসদ অর্জুন সিং বলেন, রাজ‍্য সরকার আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের ওপর রোড-রোলার চালাতে চাইছে।এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন অর্জুন সিং।