Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিউজ অ্যাঙ্কর মুসলিম, দেখে হাত দিয়ে মুখ ঢাকলেন নেতা!

রাজীব ঘোষ : একটি নিউজ চ‍্যানেলের অনুষ্ঠানে জোম‍্যাটোর ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন দক্ষিণপন্হী সংগঠন হাম হিন্দুর নেতা অজয় গৌতম।মুসলিম খাবার পরিবেশককে বয়কটের পর এবার খবর সম্প্রচারের সময়…

Avatar

রাজীব ঘোষ : একটি নিউজ চ‍্যানেলের অনুষ্ঠানে জোম‍্যাটোর ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন দক্ষিণপন্হী সংগঠন হাম হিন্দুর নেতা অজয় গৌতম।মুসলিম খাবার পরিবেশককে বয়কটের পর এবার খবর সম্প্রচারের সময় অজয় গৌতম যখন জানতে পারেন, খবর সম্প্রচারক মুসলিম, তখন তিনি নিজের মুখ ঢাকেন।ওই নিউজ চ‍্যানেলের পুরো অনুষ্ঠানে তিনি হাত দিয়ে মুখ ঢেকে থাকলেন।যার জেরে কটাক্ষ করে ক্ষোভে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া।

২০১৫ সালে অজয় গৌতম হাম হিন্দু নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।এই সংগঠনের নিজস্ব ওয়েবসাইট রয়েছে।সেই ওয়েবসাইটে সংগঠনের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে।মুসলিমদের তুষ্ট করার রাজনীতির বিরুদ্ধে তারা।এই সংগঠনের একমাত্র লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা।একথা জানিয়েছে তারা।ওই নিউজ চ‍্যানেলের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়।কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।এই ধরনের আচরণের নিন্দা করে ব‍্যবস্হা গ্রহণ করার দাবি ওঠে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ভয়াবহতা প্রকাশ করা হয়েছে।তারা বলেন, সাংবাদিকতার নীতিশাস্ত্র এই ধরনের অঙ্গভঙ্গিকে কখনও জায়গা দেয় না।প্রসঙ্গত কিছুদিন আগে এক অহিন্দু ডেলিভারি বয় খাবার ডেলিভারি করায় জোম‍্যাটোর সেই অর্ডার বাতিল করে দেন মধ‍্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা।

তার প্রেক্ষিতে জোম‍্যাটোর পক্ষ থেকে জবাব দেওয়া হয়।আবার অমিত শুক্লার অভিযোগের পাল্টা টুইটে জোম‍্যাটোর কর্নধার লেখেন খাবারের কোনো ধর্ম হয় না।তিনি লেখেন, আমরা ভারতবাসী হিসেবে গর্বিত।সেই ঘটনার পর এই সংবাদ মাধ্যমের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।

About Author