আন্তর্জাতিকনিউজ

পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই শক্তিশালী দলটি! তাহলে কি যুদ্ধের সূচনা?

Advertisement
Advertisement

পরমাণু যুদ্ধের আশঙ্কায় চিন্তিত চীন! পরমাণু যুদ্ধের আশঙ্কায় দেশের নেতাদের, তাদের গুরুত্বপূর্ণ সহকর্মী, সেনা কর্মকর্তা ও তাদের স্টাফদের জন্য মাটির তলায় বিশেষ বাংকার বানাচ্ছে চিন। যদি কোন কারণে পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে এই বাংকারগুলোতে লুকোতে হবে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ সংবাদপত্রে এমন রিপোর্টই প্রকাশিত হয়েছে।

Advertisement
Advertisement

রিপোর্ট অনুযায়ী, বাংকারটিতে রয়েছে শক্ত পাথরের পুরু স্তর। ভূ- পৃষ্ঠ থেকে ২ কিলোমিটার থেকে বেশি গভীরে এই বাংকার বানানো হচ্ছে। হংকং থেকে প্রকাশিত ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকাটিতে আরও উল্লেখ করা হয়েছে যে ২০১৬ সালে এই বাংকার তৈরির কথা ঘোষণা করা হয়। যুদ্ধের সময় সমস্ত সিদ্ধান্ত এই বাংকার থেকে নেওয়া হবে তাই এই বাংকারকে চীনের মানুষ জন লিবারেশন আর্মির ‘মস্তিষ্ক’ হিসেবে গণ্য করছে। এই রকম আরও স্থাপন গোপন ভাবে তৈরি করেছে বেজিং, দাবি ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ সংবাদপত্রের।

Advertisement

Related Articles

Back to top button