Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাপের প্রায়শ্চিত্ত করতেই ঘুরে বেড়াচ্ছেন, মমতা সম্পর্কে কী বললেন মুকুল?

Updated :  Sunday, August 18, 2019 5:27 PM

রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।মুকুল রায় মমতার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।রাজ‍্যের সব প্রাক্তন মুখ‍্যমন্ত্রীদের সঙ্গে তুলনা করে তার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।মুকুল রায় এদিন বিধান রায়,প্রফুল্ল ঘোষ,সিদ্ধার্থ রায়ের কথা যেমন তুলেছেন, তেমনি জ‍্যোতি বসু,বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও তুলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার ভুল ইতিহাস বলেছেন। কোনো সময় তিনি বলেন কিটস ও গান্ধীজি লন্ডনে বৈঠক করেছিলেন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল ১৯৪১ সালে।মমতা বলেন গান্ধীজিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস দিয়ে ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট অনশন ভঙ্গ করিয়েছিলেন, এই ধরনের ভুল ইতিহাস তিনি বলেছেন বলে অভিযোগ করেন মুকুল রায়।এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বক্তব্য ঢেকে রাখতেন তারা।আর এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন।সেটা করতেই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ‍্যমন্ত্রী করতে জীবন বাজি রেখেছিলেন বলে জানিয়েছেন মুকুল রায়।পরে বুঝতে পারেন চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে এসেছেন।বিজেপি নেতা মুকুল রায় আরো বলেন, দল চালানোর সময় মমতার ভুল কথা তারা ঢেকে রাখতেন।সেই পাপের প্রায়শ্চিত্ত করতে সারা রাজ‍্যে এখন ঘুরে বেড়াচ্ছেন।