নিউজপলিটিক্সরাজ্য

পূজোর আগেই নতুন চমক দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জেনে নিন কি সেই চমক!

Advertisement

পূজোর আগেই নতুন চমক দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পর্যটকদের আগ্রহ বাড়াতে এবং পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পে ঝোঁক দিচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যবাসীরও একটা আয়ের উৎস হবে। মূলত পূজোর আগেই দীঘাকে নতুনরূপে সাজাতে উদ্যোগী হয়েছেন তিনি। মঙ্গলবার দিঘায় কনভেনশন সেন্টার উদ্বোধন করার পর তিনি বলেন, ‘দীঘাকে ধমীর্য় পীঠস্থান হিসেবে গড়ে তোলা হবে। এখানে জগন্নাথ মন্দির গড়ে তোলা হবে।’ অর্থাৎ তিনি দীঘাকে সমুদ্র সৈকতের সাথে সাথে ধমীর্য় পর্যটন স্থান হিসেবে তৈরী করতে চাইছেন যার ফলে দীঘায় প্রচুর ধমীর্য় পর্যটকদের আগমন হবে।

এছাড়াও তিনি বলেন, ‘দীঘাতে সি প্লেন চালু হবে। বৈদ্যুতিক বাস চালু হবে। ২টো পার্কিং প্লাজা তৈরী হবে। তাজপুরে নতুন একটি বন্দর তৈরী করা হবে।’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাকে স্মাট সিটি তৈরী করার প্রকল্প গ্রহণ করতে চাইছেন।

Related Articles

Back to top button