Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!

Updated :  Tuesday, August 20, 2019 10:03 AM

অরূপ মাহাত: রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে পেনশন উপভোক্তাদের জন্য নতুন নিয়মের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন চালুর জন্য বহু হয়রানির শিকার হতে হত। ১৬ টি ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পরও বহু টালবাহানার শেষে শুরু হতো অবসরকালীন সুবিধা। সেই কথা মাথায় রেখে এবার নিয়মে পরিবর্তন আনলো রাজ্য সরকার। এবার থেকে একটি মাত্র ফর্ম ফিলাপ করে পেনশনের সুবিধা নিতে পারবেন রাজ্য সরকারের অধীনে কাজ করা কর্মচারীরা। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থমন্ত্রক।

বাম জামানায় পেনশন পেতে বহু হয়রানির শিকার হতে হত রাজ্য সরকারি কর্মচারীদের। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সহজভাবে ও সময়মতো উপভোক্তারা যাতে পেনশন পেতে পারে সেই জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য অর্থমন্ত্রক। ১৬ টি ফর্ম ফিলাপের জটিলতা কাটিয়ে যাতে সহজেই একটি ফর্ম ফিলাপ করেই পেনশন পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। ওই একটি ফর্মের মধ্যেই উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করার সুযোগ থাকবে বলে জানা যাচ্ছে। এর ফলে পুরো প্রক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

একলাফে অনেকটাই বাড়ল বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর!