বাংলায় আরও বৃষ্টি শুরু হবে এই দিন থেকে, জানালো আবহাওয়া দফতর!

বেশ কিছুদিন থেকে অনেক বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। তবে আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বলেই জানা গিয়েছে…

Avatar

বেশ কিছুদিন থেকে অনেক বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। তবে আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বলেই জানা গিয়েছে তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে৷ নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়খন্ড, বিহার ও ছত্তীসগড়ে। এছাড়া উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশেও ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷