Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপিতে মানুষ যোগ দেওয়ায় দিলিপ ঘোষ যা বললেন, জেনে নিন তিনি কি বলেছেন!

Updated :  Monday, August 19, 2019 8:43 PM

রাজীব ঘোষ: সম্প্রতি উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং গারুলিয়া পুরসভার বেশ কিছু দলত‍্যাগী কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দিয়েছেন।তারপর রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেন, ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করার পর থেকে এলাকায় সন্ত্রাস শুরু হয়েছে।তৃণমূলের কাউন্সিলরদের ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।সন্ত্রাসের জন্য তারা বাধ্য হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।কিন্তু তারা পরে বুঝতে পেরেছেন তৃণমূল তাদের আসল পরিবার।তাই তারা ফেরত এসেছেন।ফিরহাদ সেদিন আরও বলেন, বিজেপিতে দমবন্ধ অবস্থা।সেই কারণে কাউন্সিলররা ফের তৃণমূলে ফেরত আসছেন।

এদিন রাজ‍্য বিজেপির সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে মানুষ দলে দলে যোগ দিচ্ছেন।সত‍্যটা ধামাচাপা দিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিতে দমবন্ধ অবস্থা বলে দলের মধ্যে বাহবা নেওয়ার চেষ্টা করছেন।বারুইপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।এই অনুষ্ঠানে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ,বিজেপির শিল্পীদের সংগঠনের নেত্রী ও ফ‍্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বারুইপুরের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষ আরও বলেন, রাজ‍্যের মানুষ বিজেপির কর্মযজ্ঞ দেখে যোগদান করতে চাইছে।তৃণমূলের এখন পড়ন্তবেলা।কিছুদিন পর এই দলে আর কেউ থাকবে না।এরপর তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আসায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় দল শক্তিশালী হবে।ভাঙড় সহ অন্যান্য এলাকা থেকে এদিন প্রায় তিন শত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পরে একাধিক তৃণমূল বিধায়ক, কাউন্সিলর সহ অন্যান্য নেতা কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।তারপর কিছুদিন পরেই সেই দলত‍্যাগী কাউন্সিলররা ফের তৃণমূলে ফেরত এসেছেন।তবে রাজ‍্য জুড়ে বিজেপিতে যোগদানের ধারা এখনো দেখা যাচ্ছে।