Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপি নেতার নামে টাকা তোলার অভিযোগ, দেখুন কে তিনি?

Updated :  Wednesday, August 21, 2019 12:53 PM

রাজীব ঘোষ: প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এবার রাজ‍্য বিজেপির নেতা মুকুল রায়ের বিরুদ্ধে।রেলমন্ত্রকে স্থায়ী সদস্যপদ দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মুকুল রায়।এই মর্মে অভিযোগ করেছেন কলকাতার শকুন্তলা পার্কের বাসিন্দা সন্তু গাঙ্গুলি।সরশুনা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।মুকুল রায়ের হয়ে এই টাকা তুলেছেন বিজেপির জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ‍্য সভাপতি বাবান ঘোষ।বাবান ঘোষ মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ায় রেলে স্থায়ী সদস্য পদ দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা তুলেছেন।মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষ আবার টলিউডের বিজেপির নতুন সংগঠনের সভাপতি।স্বাভাবিক ভাবেই তিনি রাজ‍্য বিজেপির যথেষ্ট প্রভাবশালী নেতা বলে পরিচিত।

বাবান ঘোষের নামে সরশুনা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ এদিন রাত দেড়টার সময় ঘুম থেকে তাকে তুলে নিয়ে আসে।সারারাত ধরে বাবান ঘোষকে পুলিশ জেরা করে।পুলিশের বক্তব্য বিজেপি নেতা বাবান ঘোষ জেরায় টাকা তোলার কথা স্বীকার করেছেন।পুলিশ তাকে গ্রেফতার করেছে।পাশাপাশি রাজ‍্য বিজেপির নেতা মুকুল রায়ের নামেও পুলিশ এফ আই আর করতে চলেছে।মুকুলের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করতে চলেছে পুলিশ প্রশাসন।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রাজ‍্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।