Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Updated :  Saturday, August 17, 2019 8:02 AM

বেকারদের জন্য দারুন সুযোগ, রাজ্যে হতে চলেছে আরও দুলক্ষ কর্মস্থান। নবান্নের সভাঘরে এমএসএমই-র এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘হাওড়ায় ১৬৩৩ একর জমির ওপরে ৯ টি শিল্প পার্ক করার পরিকল্পনা হচ্ছে।’ বেশ কয়েকটি পার্ক তৈরিও হয়ে গেছে। তিনি এই সভা থেকেই পার্কগুলোর উদ্বোধন করেন এবং কিছু পার্কের শিলান্যাস করেন। তিনি আরও বলেন, ‘কাজের প্রতিযোগিতা হোক কিন্তু হিংসার প্রতিযোগিতায় নামবেন না। মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতি নিয়েও অনেক কিছু বলেছেন। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আরও অনেক এগিয়ে যেতে হবে। গ্রাম্য সমাজকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই বলেই তিনি থেমে থাকেননি। তিনি বলেন, আমরা আমাদের নেগেটিভ দিক নিয়ে বেশি আলোচনা করি কিন্তু ভালো কাজের কেউ প্রশংসা করেনা। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতির জন্য শিল্পমন্ত্রী অমিত মিত্রকে এক্সপোর্ট সেন্টার করার দায়িত্ব দিয়েছেন।