রাজীব ঘোষ: পর্যটন ক্ষেত্রে গুরুত্ব দিয়ে লগ্নি আনতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করেছেন মমতা।সেই লক্ষ্যে সৈকত শহর দীঘায় ৭০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে।পূর্ব মেদিনীপুরের দীঘায় ৫ একর জমির উপর আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের কাজ এই মূহুর্তে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।রাজ্য সরকারের পক্ষ থেকে দীঘা সৈকত শহরকে গোয়া হিসেবে গড়ে তুলতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই দীঘার সৌন্দর্যায়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।রাজ্যের পর্যটন স্হানের মধ্যে দীঘা এই মূহুর্তে যথেষ্ট জনপ্রিয় সৈকত শহর।আগের তুলনায় দীঘায় বর্তমানে প্রচুর পরিমানে মানুষ বেড়াতে আসেন।
ফলে এই এলাকার অর্থনীতি উন্নত হয়ে উঠেছে।দীঘায় আগামী ২০ শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কনভেনশন সেন্টারের দ্বারোদঘাটন করবেন।বাংলা-ওড়িশা সীমান্তের উদয়পুরের কাছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ৫ একর জমিতে এই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারটি তৈরী হয়েছে।এই কনভেনশন সেন্টারে প্রদর্শনশালা,সেমিনার হল,ভিআইপি লাউঞ্জ, এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম,সুইমিং পুল, স্পা ব্লক,জিম,ব্যাঙ্কোয়েট হল,চিলড্রেন্স পার্ক সহ চারতারার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে।
রাজ্য নগরোন্নয়ন দফতরের তত্ত্বাবধানে ডিএমপি লিমিটেড নামে একটি সংস্থা এই কনভেনশন সেন্টার তৈরী করেছে।দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সদস্য এবং জেলা পরিষদের সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রী বরাবর দীঘাকে আলাদা ভাবে গুরুত্ব দিয়ে দেখেছেন।দীঘাকে বিশ্বমানের গড়ে তোলার জন্য এই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরির পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী।বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে দীঘায় এই কনভেনশন সেন্টার তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
সুখবর! মহিলা ও শিশুদের জন্য দারুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Key Points Jay-Z’s MarcyPen Capital Partners teams with Korea’s Hanwha Asset Management to create a…
Megan Moroney is officially stepping into the arena era. The 27-year-old country breakout star has…
The Voice of Hind Rajab begins its U.S. theatrical run on December 17, 2025, bringing…
Freya Skye is officially stepping into the spotlight. The rising British singer and actress has…
Key Points Sophie Segreti was blindsided and voted out in a dramatic Survivor 49 tribal…
Apple is rolling out iOS 26.2 this week, bringing a powerful batch of new features…