Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় খবরঃ সিবিআইয়ের তলব এবার তৃণমূলের এই মন্ত্রীকে!

Updated :  Friday, August 16, 2019 1:14 PM

রাজীব ঘোষ : সারদার মামলায় শীঘ্রই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে চাইছে সিবিআই।সেই কারণে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাদের তলব করছে সিবিআইয়ের অফিসাররা।এবার রাজ‍্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।মূলত তৃণমূলের মুখপত্র জাগো বাংলার অ্যাকাউন্টে সারদার সঙ্গে আর্থিক লেনদেনের ব‍্যপারে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।জাগো বাংলার অ্যাকাউন্টে অবৈধ অর্থলগ্নি সংস্থা সারদার টাকা জমা পড়েছিল কিনা, কত টাকার লেনদেন হয়েছিল, কার মাধ্যমে সারদার সঙ্গে জাগো বাংলার টাকার লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।

এর আগে তৃণমূলের মুখপত্রের বিষয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে জেরা করে সিবিআই।তার কাছে থেকে সারদার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চায় সিবিআইয়ের অফিসাররা।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক মানিক মজুমদারকে জাগো বাংলার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করার জন্য সিবিআইয়ের অফিসাররা কালীঘাটে তার কাছে গিয়েছিলেন।মানিক মজুমদার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক বিষয়টি দেখতেন।তাই সিবিআই তার কাছে থেকে সারদার কী পরিমাণ টাকা তৃণমূলের মুখপত্রে এসেছে, কার মাধ্যমে এসেছে, সেই বিষয়ে তাকে জেরা করা হয়।সিবিআইয়ের আধিকারিকরা মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকা ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে চায় মানিক মজুমদারের কাছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকা ছবি বিক্রির টাকা চেকের মাধ্যমে এসেছে।সমস্ত টাকাই চেকে নেওয়া হয়েছে।ত্রিনেত্র নামে একটি কোম্পানির নামে চেকে টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সিবিআই এই বিষয়ে তদন্ত করছে।তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীকেও জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করার জন্য সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল।

তাকেও এই বিষয়ে সিবিআইয়ের অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন।সারদাকাণ্ডে এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করার ব‍্যাপারে তিনি কিছু বলতে চাননি।তার কথায় সিবিআইয়ের চিঠি যেহেতু এখনো পান নি,তাই এই বিষয়ে কিছু বলবেন না।স্বাভাবিক ভাবেই একটা বিষয় পরিস্কার সারদাকাণ্ডে যথেষ্ট তৎপরতার সঙ্গে সিবিআই তদন্ত করছে।