১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। পাকিস্তান ওই দিনটি কাশ্মীরিদের সমর্পণ করবে। পরের দিন ভারতের স্বাধীনতা দিবস কালো দিন হিসেবে পালিত হবে পাকিস্তানে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাকিস্তান এরপর জানিয়ে দেয়, ভারতে নতুন রাষ্ট্রদূত মইন-উল-হককে তারা পাঠাচ্ছে না। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে বলা হয়েছে। মোদী সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরী হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে রাষ্ট্রসংঘে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু এয়ারস্ট্রাইকের আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।পাকিস্তানের এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, পাকিস্তান শুধু মুখেই মারিতং।
ভারতের স্বাধীনতা দিবসে কি করতে চলেছে পাকিস্তান! জেনে নিন
১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। পাকিস্তান ওই দিনটি কাশ্মীরিদের সমর্পণ করবে। পরের দিন ভারতের স্বাধীনতা দিবস কালো দিন হিসেবে পালিত হবে পাকিস্তানে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে সতর্ক থাকার…
