Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানচিত্রে পরিবর্তন! ঐতিহাসিক কাশ্মীর ভাগ!

নিজস্ব সংবাদদাতা: বিতর্ক চলছিলই। কেন্দ্রে শক্তিশালী শাসক ক্ষমতায় এসে দৃঢ় পদক্ষেপ গ্রহন করবে- প্রত্যাশা ছিল। জল্পনার অবসান ঘটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় পেশ করলেন সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ…

Avatar

নিজস্ব সংবাদদাতা: বিতর্ক চলছিলই। কেন্দ্রে শক্তিশালী শাসক ক্ষমতায় এসে দৃঢ় পদক্ষেপ গ্রহন করবে- প্রত্যাশা ছিল। জল্পনার অবসান ঘটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় পেশ করলেন সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপের মাধ্যমে নিলেন ঐতিহাসিক সিদ্ধান্ত। গঠিত হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। আর এর ফলেই আমূল বদলে ভারতের মানচিত্র। অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের দক্ষিণ ও পশ্চিম অংশ নিয়ে গঠিত জম্মু ও কাশ্মীর টেরিটোরি এবং উত্তর পূর্ব অংশ নিয়ে লাদাখ টেরিটোরি গঠিত হল।

পর্যটনের পীঠস্থান ভূ-স্বর্গে এর প্রভাব কতটা পড়বে তা তো ভবিষ্যৎ বলবে। তবু, একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ভাগে পড়ল কোন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি। শ্রীনগর থেকে কাশ্মীর উপত্যকা, আনন্দমার্গ থেকে গুলবার্গ, ডাল হ্রদ সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে জম্মু ও কাশ্মীরের ভাগে। অন্যদিকে, লেহ্ শৈলনগরী, লাদাখ ও প্যাংগং হ্রদ থাকবে লাদাখ টেরিটোরিতে। তবে, পর্যটন নির্ভর এই রাজ্য ভাগ হয়ে যাওয়ায় তা পর্যটন শিল্পে ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা রাজ্যবাসীর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author