১৩১ বছর পুরোনো বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এইবার প্রথম বাংলায় আয়োজিত হয়েছিলো। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিলো দুই বড়ো দল মোহনবাগান ও মোহামেডান। বর্ষনশিক্ত মাঠে শুরুতেই তিন বিদেশী ফ্রান মোরান্তে, সালভা চামোরা ও হোসেবা বেইতিয়া কে মাঠে নামিয়ে দেয় মোহনবাগান ফল ও মেলে হাতে হাতে। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান যার ফলে প্রথমার্ধের শেষেই সালভা চামোরার জোড়া গোলে এগিয়ে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধ থেকেই খেলায় ঝাঁঝ হারায় কিবু ভিকুনার দল এর সুযোগে আক্রমণে গতি বাড়ায় মোহামেডান। কিন্তু এদিন সুযোগ নষ্টের পশরা সাজিয়ে ফেলে সাদা কালো ব্রিগেড এর মধ্যেই একটি শট বারে লেগে ফিরে আসে খেলার শেষ অব্ধি খাতা খুলতে পারে নি সাদা কালো ব্রিগেড যদিও এর সিংহভাগ কৃতিত্ব শিলটনের পালের হাতেই। খেলা ২-০ গোলে শেষ হতেই উল্লাসে ফেটে পরে সবুজ মেরুন সমর্থকরা এদিন মোহন মাঝমাঠে হোসেবা বেইতিয়ার খেলা ছিলো চোখে পড়ার মতো। মূলত তার জন্যই সচল ছিলো মোহন মাঝ মাঠ এখন দেখার বাকি ম্যাচ গুলোয় ফুল ফোটাতে পারে নাকি সবুজ মেরুনের স্পানিশ ব্রিগেড।
There’s luxurious, and then there’s Olivia Rodrigo-level luxurious. The 22-year-old pop star stunned fans at…
Bradley Chubb’s fiancée Lady Mendez is turning heads in Miami — and her latest game-day…
Tesla drivers may finally be getting the feature they’ve been asking for — and fans…
Tate McRae is proving once again why she’s one of pop’s most viral performers. The…
Apple fans are buzzing after a jaw-dropping new firmware update rolled out this week. On…
Bella Hadid is getting real about her health in a way that left fans both…