Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুসলিম ধর্মের জন্য দুঃসংবাদ!

2018 সালের জুন মাসে নিষিদ্ধ করা হলো বোরকা ও নিকাব দিয়ে মুখ ঢাকা। এই আইন এবার ঘোষিত করে কার্যকর করা হলো। ওই দেশের মেয়েরা কেউই বোরখা পড়ে প্রকাশ্যে আসতে পারবে…

Avatar

2018 সালের জুন মাসে নিষিদ্ধ করা হলো বোরকা ও নিকাব দিয়ে মুখ ঢাকা। এই আইন এবার ঘোষিত করে কার্যকর করা হলো। ওই দেশের মেয়েরা কেউই বোরখা পড়ে প্রকাশ্যে আসতে পারবে না। প্রকাশ্যে বোরখা পড়ে এলেই হবে শাস্তি। ১০ বছর ধরে আইন পর্যালোচনা মাধ্যমে অবশেষে নিষিদ্ধ হয় বোরখা ও নিকাব। কাউকে দেখতে পেলে প্রশাসন নেবে করা আইনি ব্যবস্থা।

শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিল্ডিং তাছাড়া হাসপাতাল ও রাস্তা ঘাটে মুখ ঢাকার সমস্ত বস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। বিক্রিও বন্ধ করা হয়েছে এসব বস্ত্রের। শুধু বোরখা নয়, মুখ ঢাকা হেলমেট ও মাস্ক ও নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে ১৫০ ইউরো (যা প্রায় ১১৫৭২) টাকা জরিমানা দিতে হতে পারে। নেদারল্যান্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author