ভারত বার্তা ডেস্ক : এখনকার দিনের মেয়েরা হ্যান্ডসাম ছেলেদের স্মার্ট ছেলেদের ভীষণভাবে পছন্দ করে। একটু ভুড়ি মোটা ক্যাবলা কান্ত ছেলেদেরকে মেয়েরা একটু কমই পাত্তা দেয় একরকম ঘুরে তাকায় ও না।
কিন্তু সম্প্রতি এক গবেষণা চালানো হয়েছে। যুক্তরাজ্যের হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সমীক্ষা চালানো হয়েছে। আর সেখানে মোট 281 জন দম্পতি অংশ গ্রহণ করেছিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর সেই সমীক্ষার ফলস্বরূপ যা এসেছে তা শুনে কিন্তু একটু বেশ অবাকই হবেন। সমীক্ষার ফল হল, ভুঁড়িওয়ালা পুরুষরাই একমাত্র আদর্শ স্বামী হতে পারে। গবেষকরা বলেছেন ধরুন কোন এক বিকেলে আপনার প্রচন্ড মন খারাপ এবং আপনি কারোর কথায় খুব দুঃখ পেয়েছেন সেই সময় আপনি কোন ভুড়িওয়ালা মানুষের সাথে কথা বলুন দেখবেন তার কাছ থেকে অনেক পজিটিভ এনার্জি পাবেন আর এতে করে আপনার মন একদম ভাল হয়ে যাবে।
উনারা আরো বলেছেন, কোন দম্পতির মধ্যে পুরুষ মানুষটি যদি মোটা হন তাহলে তার স্ত্রীর সঙ্গে সে সবসময় হাসি আনন্দ মজার মধ্যে কাটাতে পছন্দ করেন। ভুড়িওয়ালা মানুষদের মন অনেক ভালো হয়। আর ঠিক এই কারণেই বিদেশে অধিকাংশ মহিলারা তাদের বাকি জীবন কাটানোর জন্য ভুড়িওয়ালা মানুষদের বেছে নিচ্ছেন।
যে বাড়িতে এই গাছগুলি থাকে সেই বাড়িতে কখনও ধন-সম্পত্তির অভাব হয় না!