রাজীব ঘোষ: জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচি শুরু করেছেন।সেই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন দলের সমস্ত স্তরের নেতাদের উদ্দেশ্যে।রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের প্রায় সব নেতারাই রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে দিদিকে বলো কর্মসূচি পালন করছেন।কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী দিদিকে বলো কর্মসূচিতে সেখানে বিজেপি যুব মোর্চার নেতা গৌতম মন্ডল এবং বিজেপি নেতা জগদীপ মোদকের বাড়িতে যান।
তৃণমূল বিধায়কের পায়ে হাত দিয়ে প্রনাম করেন ওই বিজেপি নেতা।বিধায়ক মিহির গোস্বামী ওই বিজেপি নেতাদের কাছে এলাকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নম্বর লেখা কার্ড বিলি করেন তৃণমূল বিধায়ক।সেই সময় বিজেপি নেতা বিধায়ককে প্রনাম করেন।স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে বিধায়ক খাওয়া দাওয়া করেন এবং সেখানেই রাত্রিবাস করেন।
কোচবিহারে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ চলছে।লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফলাফল হয়েছে।তারপর থেকেই তৃণমূলের জনপ্রতিনিধি, নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন।ফলে এই এলাকায় তৃণমূলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী নয়।তবে এখানে রাজনৈতিক সংঘর্ষ চললেও কিছু প্রশংসাসূচক ঘটনাও ঘটেছে।সেটাই দেখা গেল তৃণমূল বিধায়কের বিজেপি নেতার বাড়িতে যাওয়ায়।