Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাতে ব্যাপক বৃষ্টি হবে এই সব জেলাগুলিতে, জানালো আবহাওয়া দফতর

গত কিছুদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মুখোমুখি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকাল, শুক্রবার মুষলধারে বৃষ্টির পর থেকেই জলমগ্ন শহর কলকাতা। তারপর আজ সকালে ফের প্রবল বৃষ্টির…

Avatar

গত কিছুদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মুখোমুখি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকাল, শুক্রবার মুষলধারে বৃষ্টির পর থেকেই জলমগ্ন শহর কলকাতা। তারপর আজ সকালে ফের প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হল কলকাতাবাসীকে। আবার আজ কয়েক ঘন্টার লাগাতার বৃষ্টিতে এমনিতেই জলের তলায় শহর কলকাতা। এই অবস্থায় পথে নেমেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শহরের সর্বত্র ঘুরে ঘুরে দেখছেন পরিস্থিতি। প্রত্যেকটি পাম্পিং স্টেশন ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখছেন তিনি। এদিকে বৃষ্টিতে সাময়িকভাবে ব্যাহত বিমান পরিসেবা। দমদম বিমানবন্দরে বিমান ওঠানামায় অসুবিধা হচ্ছে। নির্ধারিত সময়ে নামতে পারেনি দিল্লি ও ব্যাঙ্কক থেকে আসা তিনটি বিমান। ফের রাত্রে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির আশঙ্কা কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা প্রভৃতি জেলায়। এমনিতেই বজ্রপাতে মৃত্যু হয়েছে ৮ জনের। সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।

About Author