ওয়েব ডেস্ক : ১ লা আগস্ট, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অশুভ তা জেনে নিন।
মেষরাশি: অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষরাশি: গৃহ পরিবর্তন করতে পারেন।
মিথুনরাশি: চাঞ্চল্য ভাব দেখা দেবে।
কর্কটরাশি: বিলাসিতায় ব্যয় বৃদ্ধি পাবে।
সিংহরাশি: ব্যবসার প্রসার ঘটবে।
কন্যারাশি: ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
তুলারাশি: দুর্ঘটনায়য় আহত হতে পারেন।
বৃশ্চিকরাশি: গবেষণায় সফলতা অর্জন করবেন।
মকররাশি: অবৈধ প্রণয় যুক্ত হতে পারেন ।
কুম্বরাশি: ভ্রমণের সুযোগ আসতে পারে।
মীনরাশি: চঞ্চলতা বৃদ্ধি পাবে।