ভারতীয় মৌসম বিভাগ সূত্রের খবর, হরিয়ানার মধ্যবর্তী অংশে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব ও হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মৌসম বিভাগের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যার জেরে আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এবিষয়ে মৌসম বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
১৮ অগাস্ট থেকে হিমাচল প্রদেশে লাগাতার ভারী বৃষ্টি চলছে৷ মানালি ও কুল্লু জেলায় তুমুল বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে৷ আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামৌলি, পিতরগড়, দেরাদুন ও নৈনিতাল জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও ছত্তীসগড়েও৷ বিহার ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷