Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাবধান! আসছে তুমুল বৃষ্টি, রেড অ্যালার্ট জারি এইসব এলাকায়!

Updated :  Saturday, August 17, 2019 9:57 AM

গত কয়েকফিন ধরে দেশজুড়ে হচ্ছে ভারী বৃষ্টিপাত। দেশের কয়েকটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। গতকাল শুক্রবার সকালে রাজধানীর আকাশে সূর্যদেবের দেখা মিললেও বিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে শহরবাসীকে। বাজ পড়ে মৃত্যুও হয়েছে ১ জনের। হাঁটু অবধি জল নিয়ে পেরোতে হয়েছে রাস্তাঘাট। যানবাহন চলাচলেরও খুব অসুবিধা হয়েছে। ফের আজ সকাল থেকেই ভারী বৃষ্টির মুখোমুখি শহর কলকাতা। মাত্র কয়েকঘন্টার বৃষ্টিতে থইথই কলকাতা, যানচলাচল প্রায় বন্ধ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, জার জেরেই প্রবল বৃষ্টির মুখোমুখি হচ্ছে রাজ্যের মানুষ। সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা। সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়, যেমন হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, নদীয়া ইত্যাদি জেলায় । আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।