Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাবধান! এই সমস্ত এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট জাড়ি মৌসম বিভাগের তরফে!

অরূপ মাহাত: ভারতীয় মৌসম বিভাগের তরফে জারি করা এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, হরিয়ানার মধ্যভাগে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘন্টা উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

Avatar

অরূপ মাহাত: ভারতীয় মৌসম বিভাগের তরফে জারি করা এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, হরিয়ানার মধ্যভাগে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘন্টা উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় মৌসম বিভাগ সূত্রের খবর, হরিয়ানার মধ্যবর্তী অংশে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব ও হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যার জেরে আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এবিষয়ে মৌসম বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৮ অগাস্ট থেকে হিমাচল প্রদেশে লাগাতার ভারী বৃষ্টি চলছে ৷ মানালি ও কুল্লু জেলায় তুমুল বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে৷ আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামৌলি, পিতরগড়, দেরাদুন ও নৈনিতাল জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও ছত্তীসগড়েও৷ বিহার ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

About Author