গত সোমবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে মোদী সরকার। হয়ত সেই জন্যেই পাকিস্তানের জঙ্গিরা ভারতে নাশকতার ছক কষছে। গুপ্ত সূত্র অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবেনি সেক্টরকে টার্গেট করছে জঙ্গিরা। সেইখানে হামলা করার ছক কষছে জঙ্গিরা। জঙ্গিরা কাশ্মীরের আরও তিন জায়গায় লুকিয়ে আছে বলে জানা গেছে। সেইজন্যে কাশ্মীরের সুন্দরবেনি সেক্টরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা সহ দেশের মোট ২০ টি বিমানবন্দরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
সাবধান! জারি হল হাই অ্যালার্ট!
গত সোমবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে মোদী সরকার। হয়ত সেই জন্যেই পাকিস্তানের জঙ্গিরা ভারতে নাশকতার ছক কষছে। গুপ্ত সূত্র অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবেনি সেক্টরকে টার্গেট করছে জঙ্গিরা। সেইখানে হামলা…

আরও পড়ুন