গত কয়েকদিন ধরে দেশজুড়ে হচ্ছে ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলার মানুষ মুখোমুখি হয়েছে তুমুল বৃষ্টির। বন্যা হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম ভারতে। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। বন্যাতে মারা গিয়েছে কয়েকশো মানুষ। বেশ কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে ভাসছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য। কর্ণাটক ও কেরালা রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে। আগামী বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ বিহার ও ঝাড়খণ্ডে সরে গেলেও ফের অভিমুখ বদল করেছে। এর ফলে উত্তরবঙ্গে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। ওদিকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
সাবধান! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, রয়েছে বন্যার সম্ভাবনা এই সব এলাকায়, জানালো আবহাওয়া দপ্তর
গত কয়েকদিন ধরে দেশজুড়ে হচ্ছে ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলার মানুষ মুখোমুখি হয়েছে তুমুল বৃষ্টির। বন্যা হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম ভারতে। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। বন্যাতে মারা গিয়েছে কয়েকশো মানুষ।…

আরও পড়ুন