গত শুক্রবার, দুপুর ২ টো ১৫ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদাকাণ্ডে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সারদা কেলেঙ্কারি মামলায় তলব করা হয় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার তিনি হাজিরা দেবেন না বলে প্রথমে জানা গিয়েছিল। তবে দুপুরে সিবিআই দফতরে আসেন তিনি। সিবিআই দফতর আসতে দেখা যায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাকে ব্যক্তিগতভাবে তলব করা হয়নি। সংগঠনগতভাবে ডাকা হয়েছিল।” জানা গিয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সংক্রান্ত বিষয়েই জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। উল্লেখ্য, তৃণমূলের এই মুখপত্রের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে ফের ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। তার বয়ানে অসঙ্গতি ধরা পড়লে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।
সারদা মামলায় এবার নাম জোড়ালো পার্থ চট্টোপাধ্যায়! কি জানালো সিবিআই জেনে নিন
গত শুক্রবার, দুপুর ২ টো ১৫ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদাকাণ্ডে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সারদা কেলেঙ্কারি মামলায় তলব করা হয় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার তিনি হাজিরা…
