আজ সোমবার সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্কুল পর্যবেক্ষণে বেরিয়ে হঠাৎ করে আচমকাই হুগলির চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন শিশুদের খেতে দেওয়া হচ্ছে শুকনো ভাত আর নুন। হইতো তিনি এই বিষয়ে কোনো অভিযোগ পেয়ে পর্যবেক্ষণে গিয়েছিলেন। মাংস ভাত, ডিম ভাত দেওয়ার কথা থাকলেও ৬০০ শিশুকে ফ্যান ভাত, নুন ভাত দেওয়া হয়। ২৫ হাজার টাকার ডিম কেনা হলেও তার কোনো হিসাব নেই। স্কুলে হিসাব নেই ২৫৭ বস্তা চালের। এইগুলোকে রাজ্য সরকারের গাফিলতি বলে দাবি করছেন লকেট চ্যাটার্জি।
হঠাৎ স্কুল পর্যবেক্ষণে লকেট চট্টোপাধ্যায়, স্কুলে গিয়ে যা দেখলেন তিনি!
আজ সোমবার সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্কুল পর্যবেক্ষণে বেরিয়ে হঠাৎ করে আচমকাই হুগলির চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন শিশুদের খেতে দেওয়া হচ্ছে শুকনো ভাত আর নুন।…
