১০ কোটি টাকার অফার হাতছাড়া! দেখুন কিভাবে

বলিউডের ‘ফিটনেস ফ্রিক’ হিসাবে সবার কাছেই পরিচিত শিল্পা শেট্টি। তার অভিনয় ও তার সুন্দর চেহারায় সবাইকে মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি শিল্পা একটি আয়ুর্বেদ কোম্পানির ‘স্লিমিং পিল’-এর বিজ্ঞাপনে কাজ করার জন্য…

Avatar

বলিউডের ‘ফিটনেস ফ্রিক’ হিসাবে সবার কাছেই পরিচিত শিল্পা শেট্টি। তার অভিনয় ও তার সুন্দর চেহারায় সবাইকে মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি শিল্পা একটি আয়ুর্বেদ কোম্পানির ‘স্লিমিং পিল’-এর বিজ্ঞাপনে কাজ করার জন্য ১০ কোটি টাকার অফার পান। মাত্র একটি বিজ্ঞাপনের জন্য এতো টাকার অফার। তাও এখানে কাজ করতে নারাজ এই অভিনেত্রী। কারণ জানতে চাইলে শিল্পা বলেন, “যে জিনিসে বিশ্বাস নেই, তার বিজ্ঞাপন করতে পারব না।” শিল্পার মতে, খুব কম সময়ে রোগা হওয়ার জন্য স্লিমিং পিল আকর্ষণীয় হতে পারে। কিন্তু শরীর সুস্থ রাখতে সুষম ডায়েট এবং সঠিক রুটিন মেনে চলায় সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে করেন তিনি।

About Author