অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মোদি সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সহ ছয় জন প্রাক্তন সেনা আধিকারিক। পাশাপাশি, এই নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কাশ্মীর পুনর্গঠন বিলটিকেও চ্যালেঞ্জ জানান তাঁরা।
কাশ্মীর বিলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা এই ছয়জন প্রাক্তন সেনা আধিকারিক হলেন, ভারতীয় বায়ুসেনার প্রাক্তন এয়ার ভাইস মার্শাল কপিল কাক, প্রাক্তন মেজর জেনারেল অশোক মেহতা, প্রাক্তন আইএএস অফিসার হিন্দল হায়দার ত্যবজি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত রাধা কুমার, পঞ্জাব ক্যডেটের আইএএস অফিসার অমিতাভ পাণ্ডে এবং স্বরাষ্ট্র সচিব গোপাল পিল্লাই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৬ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরদিনই আইনজীবী এমএল শর্মা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেন। এরপরও বেশ কয়েকটি মামলা দায়ের হয় কাশ্মীর বিলকে চ্যালেঞ্জ করে। তবে প্রতি ক্ষেত্রেই কোন না কোন ত্রুটি থেকে গিয়েছে। আইনজীবীদের ত্রুটিমুক্ত পিটিশন জমা করার নির্দেশ দেন বিচারপতি। এরই মাঝে ছয় প্রাক্তন সেনা কর্তার দায়ের করা মামলায় চাপ বাড়ছে কেন্দ্র সরকারের।